ঠাকুরগাঁও জেলা পীরগঞ্জ উপজেলা ভোমরাদহ ইউনিয়নের জনগাঁও নামক মৌজা।
ভোমরাদহ ইউনিয়ন পরিষদ থেকে ৩ কিঃমিঃ পস্চিমে জনগাঁঁও মৌজায় অত্র ইউনিয়নের ০১ নং ওয়ার্ডে অবস্থিত। প্রাইভেট কার মাইক্রো বাস সি,এন,জি মিসুক রিক্সা ভ্যান যোগে যাওয়া যায়।
0
আদী কাল থেকে এই পুকুর এই স্থানে অবস্থিত পুকুরটি কোন ব্যাক্তি খনন করিয়েছেন এই ইতিহাস পাওয়া যায়নি তবে জমিদার আমলে কোনো এক জমিদার খনন করিয়েছিলেন বলে শোনা যায় এই পুকুরটি ভোমরাদহ ইউনিয়নের সর্ব বৃহৎ এবং পীরগঞ্জ উপজেলার ২য় আয়তনের স্থানে আছে।
এই পুকুর টির আয়তন ৬ একর প্রায়। পুকুর পারে পিকনিক খেতে এলে আপনার বেশ ভালই লাগবে। একদিকে পুকুর আর অন্য দিকে বিশাল বিল অপরুপ এক দৃর্শ।
মজার ব্যপার হলো এখানে এখনো অনেকে প্রাচীন প্রত্ন তত্ব অনেকে কুরিয়ে পায় প্রাচীন শিলাটুকরা মোহোর (সোনা,রুপা,তামা) বেশ কয়েক বছর পুর্বে এখান থেকে ৩ -৩.৫ ফুট লম্বা ৩ টি পাথরের বিষ্ণু মুর্তি পেয়েছিলেন পুকুর ক্ষনন কারী ১ টি দল।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস