ঠাকুরগাঁও জেলা পীরগঞ্জ উপজেলা ভোমরাদহ ইউনিয়নের জনগাঁও নামক মৌজায় এই অঞ্চলের বৃহত পুকুর পীরগঞ্জ উপজেরার ২য় বৃহত পুকুর এটি। ভোমরাদহ ইউনিয়ন পরিষদ থেকে ৩ কিঃমিঃ পস্চিমে জনগাঁঁও মৌজায় অত্র ইউনিয়নের ০১ নং ওয়ার্ডে অবস্থিত। প্রাইভেট কার মাইক্রো বাস সি,এন,জি মিসুক রিক্সা ভ্যান যোগে যাওয়া যায়। বর্তমান লোগাগাড়া অথবা ভোমরাদহ রেলও ষ্টেশন থেকে রিক্সা বা ভ্যান ভাড়া প্রতি জন ২০ টাকা হারে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস