ব্রিটিশ সরকারের আমলে এই ষ্টেশনটি নির্মিত হয়। পুর্বে কোষারাণী গঞ্জ পস্চিমে নেকমরদ লাহিরি বালিয়াডঙ্গি রাণীশংকৈল হরিপুর অঞ্চলের যাত্রীগণ এই ষ্টেশনের যাত্রি এখানথেকে উত্তরে পঞ্চগড়ে এবং দক্ষিনে পাবত্তিপুর এবং দেশের বিভিন্ন স্থানে যাবার জন্য এই রেল ওয়ে ষ্টেশনটি ব্যবহার হয়ে আসছে।
তথ্য সংগ্রহে মোরসেদ হোসেন রানা
তথ্য ও সেবা কেন্দ্র
ভোমরাদহ ইউনিয়ন তথ্য ও সেবা কেন্দ্র।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস