ক্রঃনং | সেবাসমূহ |
| নিয়ম/প্রক্রিয়া |
১ | নাগরিকসনদ পত্রসহ বিভিন্ন প্রকার সনদপত্র প্রদান | ক | ইউনিয়ন পরিষদের নির্ধারিত ফরমে আবেদন করতে হবে। আবেদন পত্রে সংশ্লিষ্ট ওয়ার্ড সদস্যের সুপারিশ সহ জমা দিলে ১০/- টাকা ফি গ্রহন সাপেক্ষে তাৎক্ষণিক ভাবে নাগরিক সনদপত্র সহ বিভিন্ন প্রকার সনদপত্র পাওয়া যাবে। |
এ্যাসেসমেন্টশাখাঃ
ক্রঃনং | সেবাসমূহ | নিয়ম/প্রক্রিয়া | |
১ | হোল্ডিং নম্বর প্রদান | ক | নতুন হোল্ডিং নম্বর এর ক্ষেত্রে চেয়ারম্যান ভোমরাদহ ইউনিয়ন বরাবরে, জায়গার মালিককে মালিকানা দলিল, খাজনাররশিদ, পর্চা, ডিসিআর সহ নির্ধারিত ফরমে আবেদন করতে হবে। আবেদনের প্রেক্ষিতে সরেজমিনে তদন্ত পূর্বক খালিজায়গা(সীমানা নির্ধারিত থাকতেহবে) অথবা নির্মাণাধীন কাঠামোহলে বার্ষিকমূল্যায়ন১০০/-টাকানির্ধারণ করতঃ নতুনহোল্ডিং নম্বর প্রদান করাহয়। যদি জায়গারউপর কোন কাঠামো থাকে সেক্ষেত্রে নির্ধারিত পদ্ধতিতে উক্তকাঠামোর বার্ষিক মূল্যায়ন নির্ধারণ করতঃ হোল্ডিং নম্বর প্রদানকরা হয়। |
খ | প্রয়োজনীয় সকলতথ্য/দলিলপত্র প্রাপ্তি সাপেক্ষে খালিজায়গার/নির্মাণাধীন ভবনসহ জায়গার ক্ষেত্রে ১৫দিনেরমধ্যে এবং কাঠামো থাকার ক্ষেত্রে বার্ষিক মূল্যায়ন নিরূপণ করতঃ হোল্ডিং নম্বর প্রদানেরক্ষেত্রে ৯০দিনেরমধ্যে প্রদান করা হয়। | ||
২ | হোল্ডিংয়ের নামজারী | ক | খরিদ/দান/ওয়ারিশ সূত্রে আংশিক/সম্পূর্ণ মালিকানা প্রাপ্ত হয়ে সংশ্লিষ্ট হোল্ডিং-এ নামজারী করতে ইচ্ছুক হলে আবেদনকারী কেহোল্ডিংয়ের মালিকানারেজিষ্টার্ড দলিল, পর্চা,ডিসিআর, খাজনার রশিদ-এর সত্যায়িত কপি সহ নির্ধারিত ফরমে চেয়ারম্যান ভোমরাদহ ইউনিয়ন বরাবরে, আবেদন করতেহয়।প্রাপ্ত আবেদনের বিষয়ে সংশ্লিষ্ট হোল্ডিং য়ের পূর্ববর্তী সম্পূর্ণ/আংশিক মালিক এর আপত্তিনা এলে নামজারীর আবেদন টিনির্ধারিত ফি প্রদান সাপেক্ষে কর্তৃপক্ষ কর্তৃক বিবেচনা করাহয়।উল্লেখ্য, এ ক্ষেত্রে উক্তহোল্ডিং -এর ইউনিয়ন কর হালসন পর্যন্ত পরিশোধ থাকতেহয়। |
খ | আলোচ্য ক্ষেত্রে প্রয়োজনীয় সকল তথ্য/দলিল পত্র প্রাপ্তি সাপেক্ষে আপত্তির নোটিশজারীর ৬০(ষাট) দিনের মধ্যে নামজারী সম্পাদন করাহয়। | ||
৩ | হোল্ডিং পৃথকীকরণ | ক | কোন হোল্ডিংয়ের ইউনিয়ন কর পরিশোধের সুবিধার্থে সংশ্লিষ্ট হোল্ডিংয়ের মালিক গণের আবেদনের প্রেক্ষিতে হোল্ডিং পৃথক করাহয়ে থাকে।হোল্ডিং মালিকের দাখিল কৃত মালিকানা সংক্রান্ত কাগজ পত্র, সরেজমিনে তদন্ত এবং প্রয়োজনীয় শুনানী গ্রহণের মাধ্যমে নির্ধারিত ফি প্রদানসাপেক্ষে সংশ্লিষ্টহোল্ডিংয়ের মালিক গণের নামে হোল্ডিং পৃথক করা হয়। উল্লেখ্য, এ ক্ষেত্রে সংশ্লিষ্ট হোল্ডিংয়ের ইউনিয়ন কর হালসন পর্যন্ত পরিশোধ থাকতেহবে। |
খ | হোল্ডিং পৃথক করতে হলে প্রস্তাব অনুসারে ভূমিঅফিস কর্তৃক ইতোমধ্যে আবেদন কারী গণের নামে আলাদা আলাদা নামজারীর স্বপক্ষে পর্চা, ডিসিআর, খাজনার রশিদ, হোল্ডিংয়ের মালিক গণের মধ্যে আপোষ বন্টন নামা এবং নক্সা সহ আবেদন করতে হবে। | ||
গ | প্রয়োজনীয় সকল তথ্য/দলিল পত্র প্রাপ্তি সাপেক্ষে ৬০(ষাট) দিনের মধ্যে হোল্ডিং পৃথকীকরণ বিষয়ে সিদ্ধান্ত প্রদান করা হয়। |
কর আদায় শাখাঃ
১ | হোল্ডিং কর পরিশোধ এবং বকেয়া কর আদায় | ক | আর্থিক বছরের শুরুতেই ভোমরাদহ ইউনিয়ন, কর্তৃক ইউনিয়ন কর এর বিল বহি প্রতিটি হোল্ডিং এ সরবরাহ করা হয়ে থাকে। এসেসী ইচ্ছাকরলে সংশ্লিষ্ট এলাকার সহকারী কর আদায় কারীর এর নিকট কিংবা ইউপি অফিসে এসে ইউনিয়ন সচিব এর নিকট রশিদ বহির মাধ্যমে ইউনিয়ন কর পরিশোধ করতে পারেন। |
খ | হোল্ডিং মালিক হালসনের ইউনিয়ন কর(i) ১ম কিস্তি (জুলাই-সেপ্টেম্বর) পরিশোধ করলে ৫% রিবেট (ii) ৩ কিস্তি একত্রে পরিশোধ করলে ৭.৫% রিবেট(iii) ৪ কিস্তি একত্রে পরিশোধ করলে ১০% রিবেট এর সুবিধা পাবেন। | ||
গ | হালসনের ইউনিয়ন কর যথা সময়ে পরিশোধ করানা হলে নির্ধারিত আর্থিক বৎসর পরে হালসনের বকেয়ার উপর ১৫% হারে সারচার্জ আরো পিতহয়।এরূপ বকেয়া কর পরিশোধ নাকরা পর্যন্ত বকেয়ার উপর প্রতি বছর ১৫% হারে সারচার্জ আরোপিত হতে থাকবে। |
লাইসেন্সশাখাঃ
১ | ট্রেড লাইসেন্স ইস্যু ও নবায়ন | ক | ভোমরাদহ ইউনিয়ন এলাকায় পেশা, ব্যবসা-বণিজ্য এবং জীবিকা বৃত্তির উপর আদর্শ কর তফসীল/০৩ মতে নির্ধারিত হারে ফি আদায় পূর্বক ট্রেড লাইসেন্স ইস্যু করা হয়।ট্রেড লাইসেন্সের জন্য নির্ধারিত ফরমে ব্যবসার ধরন, স্থান, স্থায়ী/বর্তমান ঠিকানা ইত্যাদি উল্লেখ পূর্বক ৩ (তিন) কপি ছবি, (পাসপোর্ট সাইজ) ভাড়ার চুক্তিপত্র ও ভাড়ার রশিদ/কর পরিশোধের রশিদ সহ চেয়ারম্যান ভোমরাদহ ইউনিয়ন বরাবরে, আবেদন করতে হয়। |
খ | প্রয়োজনীয় সকল তথ্য/কাগজ পত্র প্রাপ্তি সাপেক্ষে ‘কে’ ফরমে দাখিল কৃত আবেদন ৭ (সাত) দিনের মধ্যে নিষ্পত্তি করা হয়।‘আই’ ফরমে দাখিল কৃত আবেদন স্বাস্থ্য বিভাগ সহ অন্যান্য সংশ্লিষ্ট বিভাগের প্রতিবেদন প্রাপ্তি সাপেক্ষে ৭(সাত) দিনের মধ্যে নিষ্পত্তি করা হয়। | ||
২ | সাইকেল ও ভ্যান লাইসেন্সইস্যুওনবায়ন |
| সাইকেল ও ভ্যান লাইসেন্সকরার জন্য ইউনিয়ন পরিষদে এসে নির্ধারিত ফরমে আবেদন সাপেক্ষে নির্ধারিত ফি প্রদান সাপেক্ষে তাৎক্ষনিক সাইকেল ও ভ্যান লাইসেন্সপ্রদান করা হয়। |
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস