Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত

 

এত দ্বারা ০১ নং ভোমরাদহ ইউনিয়ন পরিষদের স্থায়ী বাসিন্দাদের অবগতরি জন্য জানানো যাচ্ছে যে, অত্র ইউনিয়নের অধীন গ্রাম পুলিশ(মহল্লাদার) এর ২(দুই) টি শুন্য পদে লোক নিয়োগের জন্য নিম্নোক্ত শর্ত সাপেক্ষে দরখাস্ত  আহববান করা অফিস চলা কালিন সময়ে অত্র কায্যালয়ে জমা দেওয়ার জন্য অনুরোধ করা হইল।

শর্তবলীঃ-

প্রার্থীকে অবশ্যই শারিরীক ও মানসিক ভাবে সক্ষম এবং ভালো স্বাস্থোর অধিকারী হতে হবে।

১। প্রার্থীর উচ্চতা কমপক্ষে ৫র্ -  ৩(৫র্ ফুট ৩ইঞ্চি) হতে হবে।

২। প্রার্থির বুকের মাপ সাভাবিক কমপক্ষে ৩২(৩২ ইঞ্চি) হতে হবে।

৩। প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা নুন্যতম ৮ ম শ্রেণী পাশ হতে হবে।

৪। প্রার্থীর বয়স ১৮ -৩০ বছর হতে হবে। ১৬/০৪/২০১৪ ইং তারিখ অনুযায়ী।

৫। প্রার্থীকে অত্র ভোমরাদহ ইউনিয়নের স্থায়ী বাসিন্দা হতে হবে।

৬। আগামী ১৬/০৪/২০১৪ ইং তারিখ হতে ২৪/০৪/২০১৪ইং তারিখ পর্যন্ত অফিস চলাকালিন সময়ে ইউনিয়ন অফিস কর্তৃক নির্ধারিত আবেদন ফরম সংগ্রহ ও জমা করা যাবে।

৭। আবেদন পত্র জমাদানের শেষ তারিখঃ ২৪/০৪/২০১৪ ইং বিকাল ৪.০০ ঘটিকা পর্যন্ত ।

৮। আবেদন পত্রের সাথে  সংযুক্ত করতে হবে।

Ø        সদ্য তোলা (৩) তিন কপি পাসপোর্ট আকারের ছবি (ইউনিয়ন চেয়ারম্যান) কর্তৃক সত্যায়ীত।

Ø        নাগরীকত্ব সণদ পত্র।

Ø        শিক্ষাগত যোগ্যতার ছায়া কপি  (ইউনিয়ন চেয়ারম্যান) কর্তৃক সত্যায়ীত।

Ø        পোষ্য হইলে সণদ এর ছায়া কপি  (ইউনিয়ন চেয়ারম্যান) কর্তৃক সত্যায়ীত।

Ø        সু-স্বাস্থ্যএর সণদ পত্র (উপ সহকারী মেডিক্যাল অফিসার কর্তৃক।

Ø        জাতীয় পরিচয় পত্র ও জন্মনিবন্ধন এর ছায়া কপি  (ইউনিয়ন চেয়ারম্যান) কর্তৃক সত্যায়ীত।

৯। কোনো অবস্থাতে অ-সম্পন্য আবেদন পত্র গ্রহণবলে বিবেচিত হবেনা এই নিয়োগ প্রদান,বাতিল বা তারিখ পরিবর্তনের ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষন করেন।

প্রকাশের তারিখ
16/04/2014